হাবিপ্রবির শেষ মূহুর্তের সাজেশন- গণিত

  • গণিত সাজেশন

লেখা-Shohanur shuvo

গণিত চান্স পাওয়ার জন্য হাতিয়ার হিসাবে কাজ করে। কারণ অধিকাংশ ক্ষেত্রে ছাত্রছাত্রীরা গনিতে দুর্বল থাকে। ইন্টারে ভালো করে পড়লেও ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তা ভিন্ন।হাবিপ্রবির ক্ষেত্র গণিত এ মোটামুটি ২৫ এ ১৭+ পেলে চান্স পাওয়াটা অনেক সহজ হয়ে যায়। এখন যেভাবে পড়বা-

.

১. প্রথমত তোমরা বই এর সব সূত্র অধ্যায় ভিত্তিক লিখে ফেল। গণিত এ প্রত্যেক অধ্যায় এর সর্ট নিয়ম থাকে। সেগুলো সূত্রের পাশে লিখে ফেল। এগুলো নিয়মিত বার বার দেখ,যেন চোখে ভাসতে থাকে।

.

২. মনে রেখ, হাবিপ্রবিতে অংকের পাশাপাশি ৩-৫ টা থিওরি প্রশ্ন থাকে,এটা তোমাদের জন্য প্লাস পয়েন্ট। তাই অধ্যায় এর সামনের তথ্য গুলো আছে সেগুলো পড়ে নাও। গুরুত্বপূর্ণ তথ্যগুলো একসাথে খাতায় লিখে ফেল।

.

৩.  ক্যালকুলাস থেকে ৩-৫ টা প্রশ্ন প্রায় আসে,তাই এই অংশে বেশি গুরুত্ব দাও।

.

৪. মনে রেখ,খুব বড় অংক কখনওই আসবে না,তাই সেগুলো বাদ দিয়ে খেয়াল কর কোনগুলো সূত্রের সাহায্য নিমিষে করা যায়।
৫. বিগত সালের প্রশ্ন বার বার দেখ, সলভ কর।কারণ বিগত সালে যে টাইপ এর প্রশ্ন এসেছে সেগুলোই বেশি আসে। মোটামুটি ২০% প্রশ্ন রিপিট হয় ম্যাথে।

.

.

অধ্যায়ভিত্তিক আলোচনা-

.

প্রথম পত্র-

.

-ম্যাট্রিক্স, নির্ণায়ক ও ভেক্টর থেকে ৩ টা

-সরলরেখা ও বৃত্ত থেকে ২-৩ টা।

-বিন্যাস ও সমাবেশ থেকে ২ টা

-ত্রিকোণমিতি থেকে ২ টা

-ফাংশন থেকে ১ টা

– অন্তরীকরণ ও যোগজীকরণ থেকে ৩-৪ টা

.

দ্বিতীয় পত্র-

-বাস্তব সংখ্যা থেকে ১-২ টি

-জটিল সংখ্যা থেকে ২ টি

-বহুপদী ও দ্বিপদী থেকা ২-৩ টি

-কনিক থেকে ২ টি

-বৃত্তীয় ফাংশন থেকে ১-২ টি

-স্থিতি ও গতি বিদ্যা থেকে ১-৩ টি

-বিস্তার ও সম্ভাবনা থেকে ২ টি।

.

প্রথম পত্র থেকে ১০-১১ টি এবং ২য় পত্র থেকে ১২-১৩ টি প্রশ্ন থাকে প্রায়।

.

[সাজেশনটি বিগত সালের প্রশ্ন বিবেচনা করে অনেক কষ্টে তৈরি করলাম,আশা করি উপকৃত হবেন।আর কার্টিসি ছাড়া কপি করবেন না আশা করি]
.

কালকে পদার্থ বিষয়ে সাজেশন দেখতে ভিজিট – এখানে ক্লিক করুন

1 Comment

Leave a comment