প্রথমেই মেনে নিন যে আপনারা অনেকের চেয়ে পিছিয়ে আছেন আর এ কথাটা সবসময় মাথায় রাখুন। এতে করে সামনের সময়টুকুতে Heart and Soul study করার স্পৃহা পাবেন। আরেকটা কথা মনে রাখবেন, পিছিয়ে শুরু মানেই নিশ্চিত পরাজয় নয়। Usain Bolt এর কথা জানেন তো? স্প্রিন্টের অপরাজেয় রাজা, বিশ্বের দ্রুততম মানব। স্প্রিন্ট শুরুর প্রথম ২০-২৫ মি. পর্যন্ত সে অনেকের পেছনেই থাকে। কিন্তু এর পরের দূরত্বে সে যা করে তার জন্যে ফিনিশিংয়ের সময় তার ধারে কাছেও কাউকে দেখা যায় না। এমনটা প্রতিনিয়তই ঘটে চলেছে। পেছন থেকে উঠে আসার এমন জীবন্ত উদাহরণ আর কোথায় পাবেন!!!
Advertisements